ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

একসঙ্গে মেডিক্যালে ভর্তির সুযোগ পেলেন যমজ বোন

জুনায়েদ আহমেদ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
একসঙ্গে মেডিক্যালে ভর্তির সুযোগ পেলেন যমজ বোন ছবিতে দিবা ও দিনা (মাস্ক পরা)

ঢাকা: নওগাঁয়ে যমজ দুই বোন এবারের ভর্তি পরীক্ষায় মেডিক্যালে চান্স পেয়েছেন।  একজন হলেন ইসরাত জাহান দিবা আর অন্যজন নুসরাত জাহান দিনা।

তারা শিক্ষক দম্পতি মো. আবুল কালাম আজাদ ও মোছা. রেবেকা সুলতানার সন্তান। দিবা চান্স পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে আর দিনা চান্স পেয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজে।

তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। দিবা-দিনার বাবা আবুল কালাম সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আর মা নওগাঁর মান্দা উপজেলার ভদ্রসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

দিবা ও দিনা ছোট বেলা থেকেই ছিলেন প্রচণ্ড মেধাবী। পিএসসি ও জেএসসি পরীক্ষায় পেয়েছেন ট্যালেন্টপুলে বৃত্তি। রাজশাহী পি. এন. সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ ৫। আর এইচএসসিতে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়ে স্কলারশিপসহ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তারা।

বাংলানিউজের সঙ্গে কথা হলে রাজশাহী মেডিক্যালে চান্স পাওয়া দিনা বলেন, ছোটবেলা থেকেই আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, সহযোগিতা ছিল। আমরা দু’জন কে কি পড়ছি তা শেয়ার করেছি, আবার পরীক্ষায় কেউ কারো থেকে কম পাবো না এটাও মাথায় রেখে পড়াশুনা করেছি। এভাবেই শেষ পর্যন্ত মেডিক্যালে চান্স পেয়েছি আমরা।

তিনি আরও বলেন, সবার প্রত্যাশা পূরণ করতে পেরে ভালো লাগছে। তবে আরও বেশি ভালো লাগতো যদি আমাদের নানা বেঁচে থাকতেন। আমাদের এ সাফল্যের জন্য নানা সবচেয়ে বেশি খুশি হতেন। কারণ তার হাত ধরেই আমরা স্কুলে যাওয়া শুরু করি।

স্যার সলিমুল্লাহ মেডিক্যালে চান্স পাওয়া দিবা বাংলানিউজকে বলেন, একা চান্স পেলে হয়তো এত আনন্দ লাগতো না। দু’জন একসঙ্গে চান্স পাওয়ার অনুভূতিটা নিজে চান্স পাওয়ার আনন্দের চেয়েও অনেক বেশি।

দু’জনই প্রতিযোগিতা দিয়ে পড়াশুনা করেছি উল্লেখ করে দিবা বলেন, মেডিক্যালে ভর্তির প্রস্তুতি নেওয়ার জন্য কোচিংয়ে মডেল টেস্ট দিয়ে এসে দু’জনই দেখতাম আমাদের কার কোথায় ভুল হচ্ছে। আমারটা ও ধরিয়ে দিতো আর আমি তারটা। বাবা-মায়ের স্বপ্ন ছিল আমরা মেডিক্যালে চান্স পাবো, ডাক্তার হব। তাদের স্বপ্ন পূরণ করতে পেরে খুবই ভালো লাগছে। বাবা মা ও আমাদের ওপর খুশি।

তদের মা রেবেকা সুলতানা বাংলানিউজকে বলেন, দিবা ও দিনার পড়াশুনার হাতেখড়ি আমার হাতেই। প্রাইমারি থেকেই তাদের পড়াশুনার বেশ আগ্রহ ছিল। সব ক্লাসেই তাদের রেজাল্ট ভালো ছিল। এখন মেডিক্যালে চান্স পেয়েছে। এর চেয়ে বেশি আনন্দের আর কি হতে পারে। এ অনুভূতি বলে প্রকাশ করার মতো নয়।

দিবা-দিনার বাবা আবুল কালামের সঙ্গে কথা হলে তিনি বাংলানিউজকে বলেন, স্কুল থেকেই যে কোনো বিষয়ে তাদের একটু দেখিয়ে দিলেই বাকিটা তারা নিজে নিজে করে ফেলতো। আমি ও আমার স্ত্রী দু’জনই শিক্ষক। আমাদের কাছে সব ছাত্র-ছাত্রীই সন্তানের মত। তাই অন্য শিক্ষার্থীদের যেমন পড়াশুনার ব্যাপারে গাইড করতাম। আমাদের সন্তানদেরও তেমনই করেছি।

স্কুলে তো আপনারা দিবা-দিনাকে পড়াশুনার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। কলেজে ভর্তি হওয়ার পর তাদের পরামর্শ দিয়েছেন কেউ, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কলেজে ভর্তির পর পড়াশুনার বিষয়ে বিভিন্ন সময়ে দিবা ও দিনাকে পরামর্শ দিতেন তাদের মামা নুরুজ্জামান মৃধা। তিনি ঢাকা মাইলস্টোন কলেজের শিক্ষক। দিবা-দিনার সাফল্যে আমাদের পরিবার, আত্মীয়-স্বজন এবং আশপাশের মানুষ সবাই খুশি।

নওগাঁর এ শিক্ষক দম্পতির এখন স্বপ্ন তাদের মেয়েরা মানুষের মত মানুষ হবে। একদিন বড় ডাক্তার হয়ে মানব সেবায় নিজেদের নিয়োজিত করবে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।