ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটি শেষে রাবির ক্লাস শুরু ১৬ মে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ৯, ২০২২
ঈদের ছুটি শেষে রাবির ক্লাস শুরু ১৬ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী ১৬ মে থেকে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক কার্যক্রম।  

সোমবার (৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেন।

 

বাংলানিউজকে তিনি বলেন, পবিত্র শবে কদর, মে দিবস ও ঈদের ছুটির পাশাপাশি সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি শেষে ১৫ তারিখ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে আগামী ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় ১৬ মে সোমবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।

এর আগে শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ছুটি শেষে গত ৮ মে থেকে দাফতরিক কার্যক্রম শুরু হয়েছে। একই দিনে আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।