ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নের 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মে ১৮, ২০২২
গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নের 

ইবি (কুষ্টিয়া): আসন্ন গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।  

বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে এ স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে তারা বলেন, প্রতি বছরের মতো বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ০১-১৩ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। করোনা মহামারির কারণে সারাদেশে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ল্যাব, পরীক্ষা সম্পূর্ণ বন্ধ ছিল।  

এছাড়াও বিভিন্ন বিভাগে সেশনজট তৈরি হয়েছে। এমতাবস্থায় গ্রীষ্মকালীন ছুটি আরও বাড়তি চাপ তৈরি করবে। তাই আমরা এই ছুটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।

স্মারকলিপি দেওয়ার সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যক্ষ ওবায়েদুর রহমান আনাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া মাহমুদ মীম প্রমুখ।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে ছুটি দিলে শিক্ষার্থীদের লেখাপড়ার ছন্দপতন ঘটে। তাই আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।