ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষকদের উদ্যোগে খুবিতে মিনি বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ২৫, ২০২২
শিক্ষকদের উদ্যোগে খুবিতে মিনি বাস

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে সংগৃহীত অর্থে কেনা হয়েছে একটি মিনি এসি কোস্টার।

বুধবার (২৫ মে) বিকেলে মিনি বাসটির সরবরাহকারী প্রতিষ্ঠান টয়োটা কোম্পানি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে হস্তান্তর করে।

এর আগে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং বিভিন্ন স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) গাড়িটি পর্যবেক্ষণ করেন এবং গাড়িতে চড়ে কিছু দূর ঘুরে আসেন।

এই উদ্যোগ নেওয়ায় উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সম্মিলিত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কল্যাণমূলক অনেক কিছুই অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে গাড়ির সংকট রয়েছে এবং বিশেষ করে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি এখনও সংস্থান সম্ভব হয়নি। এ অবস্থায় শিক্ষকরা এই গাড়িটি পরিবহন পুলে দেওয়ায় পরিবহনের সমস্যা অনেকটা দূর হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ২৫, ২০২২
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।