ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় ১১শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুন ২, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ১১শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচন 

ব্রাহ্মণবাড়িয়া: প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার মাধ্যমে গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলার লক্ষে্য ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১হাজার ১০০ প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন চলছে।

বৃহস্পতিবার (০২ জুন) উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেই পোলিং ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছে। শিক্ষার্থী ভোটাররা দুপুর ১টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নির্বাচিত করবে। স্টুডেন্ট কাউন্সিলে ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  

এদিকে নির্বাচনের পরিবেশ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা। এ সময় তিনি আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিলের কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান, মো. ইউসুফ শামীম, ইউআরসি ইন্সট্রাক্টর জিন্নাত বেগমসহ স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।  

আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র অনিক নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে জানান, খুব ভালো লাগছে। এমন একটা আয়োজনে অংশ নিয়ে। আমার বন্ধুরা সবাই ভোট দেবে বলেছে।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জুন ০২, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।