ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রচারের অভাবে আলোর মুখ দেখছে না জবির ডে-কেয়ার সেন্টার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুন ৫, ২০২২
প্রচারের অভাবে আলোর মুখ দেখছে না জবির ডে-কেয়ার সেন্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী ফাতেমা আক্তার পরীক্ষা দেওয়ার সময় তার সন্তানকে কোলে নিয়ে আছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম। পরীক্ষার সময় ছোট বাচ্চাকে রাখার কেউ না থাকায় কান্নাকাটি করলে এগিয়ে আসেন ওই শিক্ষক।

 

এদিকে বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টার থাকলেও বিষয়টি জানেন না বলেন ওই শিক্ষার্থী। শুধু ফাতেমা নয়, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছেন যাদের সন্তান রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত প্রচারণার অভাবে এখনো আলোর মুখ দেখেনি ডে কেয়ার সেন্টারের। এর কারণে শিক্ষার্থীরা পাচ্ছেন না সুবিধা। তারা ডে-কেয়ার সেন্টার সম্পর্কে অবগত নয়।

বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টার থেকে জানা যায়, ২০১৮ সালের ৭ মে বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য এ ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।  

ছুটির দিন ব্যতিত সেন্টারটি প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। ডে-কেয়ার সেন্টারে শিশুদের জন্য থাকা, খাওয়া, ঘুমানো, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, খেলাধুলা, বিনোদন এবং প্রি-স্কুল সুবিধা রয়েছে।

সেন্টারটিতে ৮টি রুম রয়েছে। সেখানে ২৫-৩০ জন শিশু রাখার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সেখানে গড়ে ১০-১৫ জন বাচ্চা জবির ডে-কেয়ার সেন্টারে থাকে। বাচ্চাদের সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য রয়েছে ৩ জন কর্মকর্তা। তবে, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাচ্চারা থাকলেও নেই শিক্ষার্থীদের সন্তানরা।

জবির ডে কেয়ার সেন্টারের তত্ত্বাবধায়ক শাকিলা জামান সুবর্ণা বলেন, আমাদের এখানে অনেক বাচ্চাদের রাখার সুবিধা আছে। শিক্ষক ও কর্মকর্তাদের বাচ্চারা এলেও আসে না শিক্ষার্থীর বাচ্চারা। এর মূল কারণ হতে পারে শিক্ষার্থীরা এ সুবিধার কথা জানে না।
 
তিনি আরও জানান, ভর্তিকৃত শিশুদের জন্য বিশ্ববিদ্যালয়ের ডে কেয়ার সেন্টারে ১ থেকে ২ বছর বয়সী শিশুদের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা এবং ২ থেকে ৫ বছরের শিশুদের জন্য মাসিক ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ প্রদান সাপেক্ষে ডে-কেয়ার সেন্টারের সেবা নিতে পারবেন। তবে কোনো শিক্ষার্থী যদি ভর্তি ছাড়া খণ্ডকালীন সময়ের জন্য তাদের বাচ্চাদের রাখতে চান, তাহলে আলাদাভাবে ফি দিতে হবে।

ডে-কেয়ার সেন্টারের আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, শিক্ষার্থীদের ডে-কেয়ার সম্পর্কে জানানোর জন্য প্রতিটি বিভাগে নোটিশ পাঠানো হয়েছিল। বিভাগগুলো ভালো প্রচারণা করলে শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে পারবেন। ডে-কেয়ার সেন্টারে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি শিশুদের ভালো সেবা দেওয়ার জন্য। এখানে থাকা শিশুদের সঠিক পরিচর্যা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।