ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হলেন বাংলানিউজের হাসান নাঈম

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুন ১৬, ২০২২
শাবিপ্রবি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হলেন বাংলানিউজের হাসান নাঈম

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লারের ১৮তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

কমিটিতে নতুন সভাপতি হিসেবে নাজমুল হুদা (দৈনিক ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক হিসেবে আবদুল্লা আল মাসুদ (দৈনিক দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের হাসান নাঈম।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম। এর আগে দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে সহ-সভাপতি হিসেবে রাশেদুল হাসান (দৈনিক নয়া শতাব্দী), যুগ্ম সম্পাদক পদে নুরুল ইসলাম রুদ্র (দৈনিক কালেরকণ্ঠ), দপ্তর সম্পাদক পদে জুবায়েদুল হক রবিন (ঢাকা পোস্ট) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মো. তানভীর হাসান (আজকের পত্রিকা), শাদমান শাবাব (দৈনিক ঢাকা টাইমস) আদনান হৃদয় (দৈনিক অধিকার) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক জায়েদা শারমীন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির, সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম সম্পাদক জি এম ইমরান হোসেনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রেসক্লাবের সদস্যরা।

এদিকে নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ১৬, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।