ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বড়াল-গোহালা নদীর মোহনায় হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুন ২১, ২০২২
বড়াল-গোহালা নদীর মোহনায় হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

সিরাজগঞ্জ: কষ্টসাধ্য হলেও বড়াল ও গোহালা নদীর মোহনাতেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) ক্যাম্পাস নির্মাণ করা হবে।  

রবির আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে রবির গণসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী বাংলানিউজকে জানান, গত রোববার (১৯ জুন) সন্ধ্যার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতবিনিময় চলাকালে রবির উপাচার্য ড. শাহ আজম এসব কথা বলেছেন।  

তিনি বলেন, বড়াল ও গোহালা নদীর মোহনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ হবে।

এ সময় তিনি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, অগ্রগতিসহ সার্বিক বিষয় উপস্থাপন করেন। রবির অগ্রগতি ও পড়াশোনার বিষয়ে অবগত হয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট অনেকটা লাঘব হবে। যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এখনও গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার বাইরে আছে তারাও এর আওতায় আসবে বলে আশা রাখছি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।