ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সংস্কৃতি সংসদ ক্লাবের আয়োজনে উদযাপিত হয়ে গেল 'রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪২৯'। শনিবার (২৫ জুন) ইউল্যাব রিসার্চ সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানটি ‘রবীন্দ্র পর্ব’ এবং ‘নজরুল পর্ব’ নামে দুইটি ভিন্ন ভাগে আয়োজন করা হয়। দুই পর্বের শেষে একক এবং দলীয় নৃত্যের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউল্যাব ক্লাবসের পরিচালক মঈনাক কানুনগো এবং ইউল্যাব সংস্কৃতি সংসদ ক্লাবের উপদেষ্টা সাজেদুল আলম যোগ দেন। সংস্কৃতি সংসদ ক্লাবের প্রেসিডেন্ট শায়িকা ইসলাম নাবিলা রবীন্দ্র-নজরুলের পাশাপাশি পুরো বাংলার সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের প্রতি উৎসর্গ করে ইউল্যাব সংস্কৃতি সংসদ। ইউল্যাবের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ২৭, ২০২২
ইআর