ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির অধীন ফাযিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ২৮, ২০২২
ইবির অধীন ফাযিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮, ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৭ ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৮-এর ফল প্রকাশ হয়েছে।

সোমবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করে পরীক্ষা নিয়ন্ত্রক দফতর।

 

পরে ১১টা ৫০মিনিটে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ ফল প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট দফতর সুত্রে জানা যায়, ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮ এ অংশ নেওয়া ৩৩ জনের মধ্যে ৩৩ জন, ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৭ এ অংশ নেওয়া ৬৪৯ পরীক্ষার্থীর মধ্যে ৬৩৮ জন এবং ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৮ এ অংশ নেওয়া ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার যথাক্রমে শতকরা ১০০, ৯৮.৩১ এবং ৯৮.৪৯ ভাগ।

ফলাফল হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফ মোল্যা, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।