ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত ইবি উপাচার্য 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুন ২৯, ২০২২
দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত ইবি উপাচার্য  অধ্যাপক ড. শেখ আবদুস সালাম

ইবি (কুষ্টিয়া): বুস্টার ডোজের টিকা নিয়েও দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।  

বুধাবর (২৯ জুন) বিকেলে উপাচার্যের ব্যক্তিগত সচিব আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, কুষ্টিয়া সদর হাসপাতালে যারা করোনা পরীক্ষা করেন তাদের নিয়ে আসা হয়েছে। তারা দুইটা কিট নিয়ে এসে পরীক্ষা করে লিখিত রিপোর্ট দিয়েছেন। বুস্টার ডোজের টিকা নেওয়ার পরও করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। শারীরিক অন্য কোনো ত্রুটি নেই।

এর আগে গত বছরের শেষের দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন ইবি উপাচার্য ড. শেখ আবদুস সালাম।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।