রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শ্রেণিকক্ষে শিক্ষককে হেনস্থাকারী শিক্ষার্থী আশিক উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুন) বিকেল সাড়ে চারটার দিকে তাকে গ্রেফতার দেখায় মতিহার থানা পুলিশ।
তিনি বাংলানিউজকে বলেন, সাড়ে চারটার দিকে অভিযুক্ত আশিক উল্লাহকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় সোপর্দ করেছে। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আশিক উল্লাহ ফেসবুকে বিভিন্ন মানহানিকর ও অপত্তিকর পোস্ট করে আসছিল। এক শিক্ষককে নিয়ে আপত্তিকর মন্তব্য ও তাকে শ্রেণিকক্ষে হেনস্থার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী শিক্ষক নিজে বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে, বুধবার দুপুরে আইন বিভাগের অধ্যাপক বেগম আসমা সিদ্দিকাকে শ্রেণিকক্ষে হেনস্থা করেন একই বিভাগের মাস্টার্সের ছাত্র আশিক উল্লাহ। এ ঘটনার পর তার বহিষ্কার দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিকেলে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তার নির্বাহী ক্ষমতায় আশিককে সাময়িক বহিষ্কার করেন।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এনএইচআর