ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সদ্য চালু হওয়া শারীরিক শিক্ষা বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
সে অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে ভর্তির আবেদন শুরু হবে।
সোমবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। পরীক্ষায় বিকেএসপির সনদধারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে, এ বছর ভর্তি পরীক্ষায় শারীরিক শিক্ষা বিভাগে কোটা ব্যতীত ২৫টি আসন রাখা হয়েছে। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দেশিত পন্থায় প্রক্রিয়াকরণ ফিসহ ১ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে।
জানা যায়, শারীরিক শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের ১ ঘণ্টায় মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫ নম্বর কাটা যাবে। ব্যবহারিক পরীক্ষায় ৩০ নম্বর রাখা হয়েছে। পরীক্ষায় এমসিকিউ এ পাস নম্বর ৪০ এবং ব্যবহারিক পরীক্ষায় পাস নম্বর ১২ রাখা হয়েছে। এছাড়াও বিকেএসপির সনদধারী ভর্তিচ্ছুদের জন্য ২০ শতাংশ বিশেষ কোটা সুবিধা রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ২০ প্রযোজ্য হবে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
আরএ