ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
জাবিতে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল আলম।

সোমবার (১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, 'বিপথগামী কতিপয় সেনা কর্মকর্তা কতৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ইতিহাসের নৃশংস ঘটনা। সেই সময়ে সৌভাগ্যবশত বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশ থাকায় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের পথে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগী হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করতে চাই। '

কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ড. রাশেদা আখতার, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।