ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন

খুলনা: খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফল-২০২২ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

বুধবার (৩ আগস্ট) খুলনা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. বজলার রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুলনায় প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এখানকার শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছেন। তারা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুনাম বয়ে আনতে পারেন এ ব্যাপারে শিক্ষার্থীদের আরও সজাগ হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. নওশের আলী মোড়ল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ মাহরুফুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষক-কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রক্টর মো. আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।