ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষককে অব্যাহতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষককে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়: নিজ বিভাগের ছাত্রীকে রেস্টুরেন্টে দেখা করে যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হককে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ১৭ আগস্ট বিভাগের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগের একাডেমিক কমিটি এ সিদ্ধান্ত নেয় বলে বাংলানিউজকে সভা সূত্র নিশ্চিত করেছে।

 

বিভাগের সংশ্লিষ্টরা জানান, ১৪ আগস্ট সেই ছাত্রী চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন। পরে তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির প্রতিবেদনে অপরাধের প্রমাণ মেলায় অভিযুক্তকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান দেবপ্রসাদ দাঁ বাংলানিউজকে বলেন, তদন্ত কমিটির সুপারিশ একাডেমিক কমিটি গ্রহণ করে। এক বছরের জন্য অপরাধীকে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।   একইসঙ্গে সেই ছাত্রীর মাস্টার্স শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষাবর্ষে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবে না। এই সিদ্ধান্তে ভিকটিম সন্তুষ্টি জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।