ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স না মানার দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স না মানার দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা: তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স না মানার দাবিতে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এর মধ্যে তারা সড়কে অবস্থান নিতে প্রস্তুতি নিচ্ছিলেন।

সোমবার (২২ আগস্ট) দুপুরে তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ কর্সসূচি করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা সড়কে নামেনি। তাদের দাবি-দাওয়া নিয়ে ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করেছিলেন।

তিনি বলেন, ১৫ মিনিট তাদের অবস্থান ছিল। এরপর তারা ক্যাম্পাস কর্তৃপক্ষের আশ্চাসে তাদের অবস্থান কর্মসূচি তুলে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।