ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ বদলির আবেদন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
সরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ বদলির আবেদন শুরু

ঢাকা: সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি ও পদায়নের জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে।

রোববার (২৮ আগস্ট) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন নেওয়া হবে।

এতে আরও বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী’ অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। একই সঙ্গে অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে আবেদন বিবেচনা করা হবে না।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।