ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলে নতুন ৫ সহকারী প্রভোস্ট

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
শাবিপ্রবির বঙ্গবন্ধু হলে নতুন ৫ সহকারী প্রভোস্ট

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নতুন পাঁচ সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
এতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টরা দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।

নিয়োগপ্রাপ্ত সহকারী প্রভোস্টদের মধ্যে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজের সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক সাজিদ আহমেদ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ, ওশেনোগ্রাফি বিভাগের প্রভাষক ফয়সাল সোবহান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এ কে এম ফাখরুল হোসেন।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।