ঢাকা: নরসিংদী জেলার সদর উপজেলার আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের চার শিক্ষার্থীকে জোরপূর্বক টিসি দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠি ২৮ আগস্ট কলেজ অধ্যক্ষকে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের চারজন শিক্ষার্থী ১০ আগস্ট আবেদন করে। শিক্ষার্থীরা ন্যায় বিচারের জন্য আবেদন করেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষকে সশরীরে হাজির হয়ে চিঠি ইস্যুর সাত দিনের মধ্যে কলেজ পরিদর্শকের দপ্তরে যৌক্তিক ব্যাখ্যা দিতে জন্য নির্দেশ দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এমআইএইচ/এসআইএস