ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছেন আওয়ামীপন্থি নীল দল থেকে নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষকরা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপাচার্যের প্রতিনিধি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচনের ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, প্রভোস্ট ক্যাটাগরিতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান ৭৭৫ ভোট, অধ্যাপক ক্যাটাগরিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া ৭৯৮ ভোট, সহযোগী অধ্যাপক পদে লোকপ্রশাসন বিভাগের আবু হোসেন মুহম্মদ আহসান ৮৮৫ ভোট, সহকারী অধ্যাপক পদে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ শরিফ উল ইসলাম ৭৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
অন্যদিকে ডিন ও প্রভাষক পদে সাদা দলের কোনো প্রার্থী না থাকায় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস ছামাদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহিন মোহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এসকেবি/এমজেএফ