ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির একাডেমিক কাউন্সিল নির্বাচনে জয়ী হলেন যারা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
ঢাবির একাডেমিক কাউন্সিল নির্বাচনে জয়ী হলেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কাউন্সিলে ছয় পদে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপাচার্যের প্রতিনিধি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

 এতে দেখা যায়, সহযোগী অধ্যাপক পদে (তিন জন) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. ইসমাত রহমান ৮০৩, আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিপুল চন্দ্র দেবনাথ ৬৭৬, দর্শন বিভাগের মন্দিরা চৌধুরী ৭৩২ এবং সহকারী অধ্যাপক পদে (২জন) ওষুধ প্রযুক্তি বিভাগের ড. আ স ম মনজুর আল হোসেন ৮৭৮, আইন বিভাগের এ বি এম আশরাফুজ্জামান ৮৫১ ও আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মমিন ইসলাম ৭৫১ ভোট পেয়ে নির্বাচিত হন।
 
অপরদিকে প্রতিদ্বন্দ্বী সাদা দলের সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে মৃৎশিল্প বিভাগের দেবাশীষ পাল ৩০৪ ভোট, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের ড. মো. সাইফুল আলম ৪৩১ ভোট, মনোবিজ্ঞান বিভাগের সৈয়দ তানভীর রহমান ৪০৯ ভোট এবং সহকারী অধ্যাপক /প্রভাষক ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগের আলী মোহাম্মদ কাওসার ৪২২ ভোট পান।

ফাইন্যান্স কমিটিতে ফলিত গণিত বিভাগের অধ্যাপক সিনেট সদস্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ৭০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ফাইন্যান্স কমিটিতে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ৪৫৬ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।