রাজশাহী: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মেডিক্যাল ভর্তি কোচিং ‘ডিএমসি স্কলার’ রাজশাহী শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর মাস্টারশেফ রেস্তোরাঁয় ‘ডিএমসি স্কলার’ রাজশাহী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শিক্ষানগরী হিসেবে রাজশাহীর স্বীকৃতি আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, মেডিক্যাল কলেজ, রাজশাহী কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান এ মহানগরীতে রয়েছে। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েরও কাজ চলছে। সব মিলিয়ে রাজশাহীতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে পড়াশোনা করে। ভবিষ্যতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়াশোনা-গবেষণা করবে। আমি রাজশাহীতে আরও কিছু বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আসার চেষ্টা করছি। ইতোমধ্যে রাজশাহীতে ঢাকা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের শাখা চালু হয়েছে। এর পাশাপাশি আরও দুটি নটরডেম ও সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের শাখাও রাজশাহীতে করার চেষ্টা করছি। রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যাল প্রতিষ্ঠার চেষ্টাও অব্যাহত রেখেছি। রাজশাহী সুন্দর, সবুজ, পরিচ্ছন্ন ও শান্তির মহানগরী হিসেবে পরিচিত। রাজশাহীকে আরও সুন্দর, আরও বাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ‘ডিএমসি স্কলার’ এর মতো প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে বিভিন্ন মেডিক্যালে ভর্তি হতে পারবে- এ প্রত্যাশা করি।
‘ডিএমসি স্কলার’ রাজশাহী শাখার পরিচালক ইঞ্জিনিয়ার নাসিম আনজুম মিরসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘ডিএমসি স্কলার’ এর প্রধান উপদেষ্টা ডা. হাদিউর রহমান সিয়াম। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী সুমাইয়া মোসলেম মীম।
‘ডিএমসি স্কলার’ রাজশাহী শাখার পরিচালক ইঞ্জিনিয়ার নাসিম আনজুম মিরসাদ জানান, মেডিক্যালে ভর্তির সেরা কোচিং ‘ডিএমসি স্কলার’ এখন রাজশাহীতে। কাদিরগঞ্জে অবস্থিত এ মেডিক্যাল কোচিংয়ে ঢাকা ও রাজশাহী মেডিক্যালের ডাক্তাররা ক্লাস নেবেন।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এসএস/আরবি