ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ, দুই শিক্ষককে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ, দুই শিক্ষককে লাখ টাকা জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার দায়ে মোস্তাফিজুর রহমান নামে এক অধ্যক্ষসহ মিজানুর রহমান নামে এক সহকারী শিক্ষককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার সময় জেলার তেঁতুলিয়া উপজেলার কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসায় তাদের এই জরিমানা করেন।

এ সময় অভিযানের নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। মিজানুর রহমান মাগুরমারি চৌরাস্তা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহাগ চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন ওই দুই শিক্ষক। একই সঙ্গে কেন্দ্রে তাদের কোনো দায়িত্ব না থাকায় পাবলিক পরীক্ষা আইনে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।