ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শনিবার থেকে ছুটিতে যাচ্ছে শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
শনিবার থেকে ছুটিতে যাচ্ছে শাবিপ্রবি

শাবিপ্রবি (সিলেট): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নয়দিন ছুটি ঘোষণা করা হয়েছে।  

আগামী শনিবার (১ অক্টোবর) থেকে রোববার (৯ অক্টোবর) পর্যন্ত বন্ধ থাকবে শাবিপ্রবির একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়ে, দুর্গাপূজা উপলক্ষে আগামী শনিবার (১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) পর্যন্ত এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও লক্ষ্মীপূজা উপলক্ষে রোববার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে। এরপর সোমবার (১০ অক্টোবর) থেকে যথারীতি দাপ্তরিক ও অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।