ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি আখতারুল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি আখতারুল

শাবিপ্রবি (সিলেট): বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস (রাবি), অধ্যাপক ড. মো. আব্দুস সালাম (বাকৃবি), অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী (বুয়েট), অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ (জাবি), অধ্যাপক আবদুল হক (চবি)।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর (নোবিপ্রবি), মহাসচিব পদে অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া (ঢাবি), যুগ্ম মহাসচিব পদে অধ্যাপক ড. মো. আবদুর রহিম (ঢাবি), ড. মো. আব্দুল কাইউম (ববি), সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ (সিকৃবি),  শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে অধ্যাপক ড. মো. সুজন আলী (জাককানইবি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন (ইবি),  প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে সাব্বীর আহমেদ চৌধুরী (বেরোবি) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান (ঢাবি), অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান (জবি), অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত (রুয়েট), অধ্যাপক ড. মো. আব্দুল হাসিব (খুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন (চভেএসাবি), অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ (যুয়েট), ড. মো. নাজমুস সালেকান (মাবিপ্রবি)।

অন্যদিকে গঠনতন্ত্রের ৩ (ঘ) অনুযায়ী বিদায়ী নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত না হওয়ায় পূর্ববর্তী কমিটির সভাপতি অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী এই কমিটিতে নির্বাহী সদস্য থাকবেন। তবে তাঁর ভোটাধিকার থাকবে না।

গত ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে (ঢাবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ২০২২- ২০২৩ এর কার্যকরী নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুভূতি ব্যক্ত করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি পদে নির্বাচিত করায় সকল শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থ ও অধিকার নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি করতে সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একযোগে কাজ করতে চাই। এজন্য সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় ও সকল শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।