ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঘূর্ণিঝড় সিত্রাং: জবিতে গাছ উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং: জবিতে গাছ উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন 

জবি: দেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং, প্রভাব পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসেও। বোটনিক্যাল গার্ডেনের গাছপালা উপড়ে গেছে।

এতে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে গাছ অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় এস্টেট শাখা।  

সরেজমিনে দেখা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভেঙে পড়েছে জবি ক্যাম্পাসের গাছ ও গাছের ডালপালা। বোটানিক্যাল গার্ডেনে ভেঙে পড়েছে বেশ কয়েকটি গাছ। অনেক গাছ মাটিতে হেলে পড়েছে। ভেঙে পড়েছে বড় গাছের ডালপালা, লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে গার্ডেন। তাছাড়া নতুন একাডেমিক ভবনের পেছন দিকের গাছের ডাল ভেঙে বৈদ্যুতিক তারের ওপর পড়ে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। উপড়ে পড়া গাছগুলো এখনও অপসারণ করা হয়নি।  

এছাড়া জবির ক্যাফেটেরিয়ার সামনের গাছের ডাল ভেঙে পড়েছে বৈদ্যুতিক তারের ওপর। ঝড়ের তোপে ভেঙে পড়েছে প্রশাসনিক ভবনের পেছনের গাছ। বিজ্ঞান ভবনের সামনেও ভেঙে গেছে বেশ কয়েকটি মেহেগনি গাছ।  

এ ব্যাপারে ইবির ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মোহাম্মদ কামাল হোসেন সরকার বাংলানিউজকে বলেন, ক্যাম্পাসের বেশ কয়েকটি গাছপালা ভেঙে যাওয়ার বিষয়ে অবগত আছি। বিষয়টি পর্যবেক্ষণ করে দেখা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন বেশি নয়। দ্রুতই সবকিছুর সমাধানের চেষ্টা চলছে।

প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, বৈদ্যুতিক তারে গাছের ডাল ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়। আমরা সঙ্গে সঙ্গেই সেটি সমাধান করেছি। এছাড়া মঙ্গলবার ক্যাম্পাসের একাডেমিক কাজ বন্ধ ছিল। বুধবার (২৬ অক্টোবর) ক্যাম্পাস খুললে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বোঝা যাবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।