ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে স্নাতকে ভর্তির সময় বাড়ল, ক্লাস শুরু ১ নভেম্বর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
রাবিতে স্নাতকে ভর্তির সময় বাড়ল, ক্লাস শুরু ১ নভেম্বর

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে৷ তবে তাদের ক্লাস শুরু হবে ১ নভেম্বর থেকে৷ 

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপ-কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।

এতে ২০২১-২২ সেশনের প্রথম বর্ষের ভর্তি সময়সীমা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে৷ এছাড়া তাদের ওরিয়েন্টেশন নিজ নিজ বিভাগে আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

গত ২৫ জুলাই ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা৷ পরে ২৬ জুলাই ‘এ’ এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তিন ইউনিটের ফল প্রকাশিত হয়। এতে 'এ' ইউনিটের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ, 'বি' ইউনিটের পাসের হার ৪২ দশমিক ৬৭ শতাংশ এবং 'সি' ইউনিটে পাস করেছে ৩৮ দশমিক ২৩ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী। মেরিট অনুযায়ী তাদের ভর্তি কার্যক্রম শুরু হয় গত ১ সেপ্টেম্বর৷

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।