ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জেবাইদা কনক

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
শাবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জেবাইদা কনক

শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা কনক খান।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা কনক খান ১৪ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকে এ হলের প্রভোস্ট হিসেবে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া করা হলো। দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।