ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি: প্রথম দিন অনুপস্থিত ১৫ হাজার পরীক্ষার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
এইচএসসি: প্রথম দিন অনুপস্থিত ১৫ হাজার পরীক্ষার্থী

ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১৫ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী। এদিন বহিষ্কার হয়েছে ছয়জন শিক্ষার্থী।

 

রোববার (০৬ নভেম্বর) এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রথম দিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

ঢাকা শিক্ষাবোর্ডে তিন হাজার ৫০৯ জন, চট্টগ্রামে এক হাজার ৩৫৬ জন, রাজশাহীতে দুই হাজার ১৫৮ জন, বরিশালে ৯৬৭ জন, সিলেটে ৯৬৮ জন, দিনাজপুরে এক হাজার ৮১৮ জন, কুমিল্লায় এক হাজার ৭৬২ জন, ময়মনসিংহে ৮১৩ জন, যশোরে এক হাজার ৯০৪ জন অনুপস্থিত ছিল।
 
বহিষ্কৃতদের মধ্যে কুমিল্লায় পাঁচজন ও বরিশালে একজন পরীক্ষার্থী রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।