ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২

ঢাকা: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে ‘মহান স্বধীনতা দিবসের অর্থনৈতিক তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধানের কক্ষে বৃহস্পতিবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



বিভাগের প্রধান প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে শিক্ষক-শিক্ষিকারা এ আলোচনায় অংশ নেন।

আলোচনা করেন ওয়াই. এ. এম. রফিকুল হক, টিনা উমনিয়া হোসেইন, মো. সারোয়ার খালিদ, ড. তরুণ তপন ধর, খোদেজা বেগম, কানিজ মরিয়ম আক্তার, এস.এম. আব্দুস শাকুর, রেহানা পারভিন, হাসিনা মরিয়ম আক্তার, আলমগীর হোসেন,অন্বেষণা জাহিন, মো. আমিনুল ইসলাম।

বক্তারা স্বাধীনতার ৪১ বৎসরে দেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আলোচনায় প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হয়েছে এবং বিশ্ব ইতিহাসে একটি স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে স্থান পেয়েছে। তিনি গত ৪১ বছরে দেশের অর্থনৈতির অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
সবি
সম্পাদনায়: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।