ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবির জীব বিজ্ঞান অনুষদের ডিন হলেন ড. রেজওয়ান

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
ইবির জীব বিজ্ঞান অনুষদের ডিন হলেন ড. রেজওয়ান অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম।

সোমবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভরপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ নভেম্বর জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদের মেয়াদ শেষ হবে। ইবি আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভায় অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম লোক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে আগামী দুই বছরের জন্য জীব বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন।

অধ্যাপক ড, রেজওয়ানুল ইসলাম এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।