ঢাকা: গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে প্রথম ছয় ঘণ্টায় ৩০ শতাংশের মতো ভোট পড়েছে।
বুধবার (৪ জানুয়ারি) নির্বাচন ভবনে ৩টার দিকে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শীতের কারণে ভোটার উপস্থিতি সকালের দিকে কম হয়েছে। আনুমানিক ৩০ শতাংশের মতো ভোট পড়েছে। ভোটার উপস্থিতি কিছু কম বলে মনে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বেড়েছে।
তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরায় আমরা ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো অনিয়ম দেখিনি আমরা।
নির্বাচন কমিশনার আনিছুর বলেন, একে তো উপ নির্বাচন, তার ওপর পুনর্ভোট হচ্ছে। ভোটার উপস্থিতি এ কারণেও কিছুটা কম।
গত ১২ অক্টোবর সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণে ব্যাপক অনিয়মের পাওয়ায় প্রথমে ৫১ কেন্দ্র, পরে পুরো নির্বাচন বন্ধ করে দেয় ইসি। এরপর ৪ জানুয়ারি ভোটের নতুন তারিখ দেয় কমিশন।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
ইইউডি/আরআইএস