ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চাঁপাইনবাবগঞ্জের দু’টি আসনে এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জের দু’টি আসনে এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ: ছয়টি সংসদীয় আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দু’টি আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এক প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।  

এতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীর সংখ্যা আটজন হলো।

এর আগে বাছাইয়ে জাসদ ও জাতীয় পার্টির একজন করে দু’জন এবং চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়।

জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার এ কে এম গালিব খান জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী তাহারিমা বেগম তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ আসনে তিনজন  এবং চাঁপাইনবাবগঞ্জ -২ (গোমস্তাপুর, সাচোল, ভোলাহাট) আসনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় পাঁচজন চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।