ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চাঁপাইনবাবগঞ্জে ২ আসনেই নৌকার জয় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ২ আসনেই নৌকার জয় 

চাঁপাইনবাবগঞ্জ দুই ও তিন আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।  

চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের রিটানিক কর্মকর্তা এ কে এম গালিব খান রাত ৯টার দিকে সদর আসনের ফলাফল ঘোষণা করেন।

 

ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ বিশ্বাস ৫৯৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন পেয়েছেন ৫৫৯৮০ ভোট। এছাড়াও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি  বিএনএফের প্রার্থী কামরুজ্জামান খান পেয়েছেন ৪০৪০ ভোট।

রিটানিক কর্মকর্তা আরও জানান, এই নির্বাচনে মোট ভোট পড়েছে শতকরা ২৯.০৮ ভাগ।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে নৌকা মনোনীত প্রার্থী ১৮০টি কেন্দ্রের মধ্যে ৮৮ টি কেন্দ্রে  জিয়াউর রহমান ৫২৭০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ১৬৪৮৮ ভোট।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।