ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে শপথ নিলেন ৮ ইউপি চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
সিলেটে শপথ নিলেন ৮ ইউপি চেয়ারম্যান

সিলেট: প্রতিটি কাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে নব নির্বাচিত চেয়ারম্যানদের তাগিদ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।  

তিনি বলেন, ভোট কে কাকে দিলো, সেটা না দেখে আপনারা জনগণের উন্নয়নে কাজ করুন, আপনাদের সহযোগিতা সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে।

 

বুধবার (২৬ এপ্রিল) বেলা দেড়টার দিকে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে

নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মজিবর রহমান।  

এদিনে শপথ গ্রহণ করেন সিলেটের দু’টি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ। তন্মধ্যে সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়াম্যানরা শপথ বাক্য পাঠ করেন।

এরমধ্যে সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন মো. দিলোয়ার হোসেন, ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়নে বদরুল ইসলাম আজাদ, ৬ নম্বর টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান। ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তায়ফুর রহমান শাহিন, ২ নম্বর মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আহমেদ চৌধুরী শিপু, ৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু ও ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোবারক হোসেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা পিয়াংকা প্রমুখ।  

গত ১৬ মার্চ সিলেটের দুটি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।