ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাজীপুর সিটি ভোটের মনোনয়নপত্র বাছাই রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
গাজীপুর সিটি ভোটের মনোনয়নপত্র বাছাই রোববার

ঢাকা: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্রগুলো বাছাই হবে আগামীকাল রোববার (৩০ এপ্রিল)। রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম মনোনয়নপত্র বাছাই করবেন।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, মেয়র পদে ১২জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান। এছাড়া স্বতন্ত্র থেকে আব্দুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশিদ, সরকার শাহনুর ইসলাম, মোহাম্মদ অলিউর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জায়েদা খাতুন ও মো. আবুল হোসেন মনোনয়ন দাখিল করেছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ সময় আগামী ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তির শেষ সময় আগামী ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৮ মে। প্রতীক বরাদ্দ আগামী ৯ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।

সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ