ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এক বছর বাড়ছে ইভিএম প্রকল্পের মেয়াদ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ৯, ২০২৩
এক বছর বাড়ছে ইভিএম প্রকল্পের মেয়াদ 

ঢাকা: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ব্যয় বাড়বে না।

 

ইসি মঙ্গলবার (৯ মে) এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।  

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আজকের সভায় ইভিএম প্রকল্পের মেয়াদ আগামী বছর জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে ব্যয় বাড়ানো হবে না। যেকোনো সময় প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাবটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় প্রকল্প মূল্যায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ইসি কর্মকর্তারা জানান, যেহেতু আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে না। তাই প্রচার-প্রচারণা, প্রশিক্ষণ, যাতায়াতসহ বিভিন্ন ধরনের ব্যয় বাবদ অনেক খরচ কমে যাচ্ছে। এর কারণে এই প্রকল্পে ব্যয় বাড়ছে না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর দেড় লাখ ইভিএম কিনতে ৩ হাজার ৮২৫ কোটি ২৪ লাখ টাকার প্রকল্প হাতে নেয় ইসি। এখন ৪০ হাজার ইভিএম ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। অবশিষ্টগুলোও কম-বেশি মেরামত করতে হবে। এগুলো মেরামতের জন্য এক হাজার দুইশ ৬০ কোটি টাকা চেয়েছিল ইসি। তবে সরকার সে প্রস্তাব নাকোচ করে দেয়। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনেই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।  

এর আগে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের জন্য আট হাজার সাতশ ১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করেছিল ইসি। সে প্রস্তাবও বৈশ্বিক আর্থিক সংকটের কারণ দেখিয়ে স্থগিত রেখেছে সরকার।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ০৯, ২০২৩
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।