ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শো-ডাউন করে মনোনয়ন জমা, প্রার্থীকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ২২, ২০২৩
শো-ডাউন করে মনোনয়ন জমা, প্রার্থীকে শোকজ

নারায়ণগঞ্জ: গোপালদী পৌরসভা নির্বাচনে শো-ডাউন করে মনোনয়ন জমা দিতে আসায় পৌর কাউন্সিলর প্রার্থী আক্তার হোসেনকে শো-কজ করেছেন রিটার্নিং কর্মকর্তা।  

সোমবার (২২ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত চিঠিটি কাউন্সিলর প্রার্থীর কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার পৌরসভা বিধিমালা ২০১৫র বিধি ৫ অনুযায়ী কোনো প্রার্থী বা রাজনৈতিক দল বা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো প্রার্থী ভোট গ্রহণের নির্ধারিত ৩ সপ্তাহের আগে প্রতীক বরাদ্দের আগে কোনো নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করত পারবে না। কিন্তু আপনি (আক্তার হোসেন) সেই বিধিমালা প্রতিপালন না করে বিভিন্ন স্থানে জনসমাগম, শো-ডাউন ও শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে আসেন। এ ব্যাপারে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে জবাব দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিষয়টি নিয়ে গোপালদী পৌরসভার কাউন্সিলর প্রার্থী আক্তার হোসেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।