ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিক নির্বাচন: মেয়র পদে ১১ প্রার্থীসহ ৩৮৭ জনের মনোনয়নপত্র দাখিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ২৩, ২০২৩
সিসিক নির্বাচন: মেয়র পদে ১১ প্রার্থীসহ ৩৮৭ জনের মনোনয়নপত্র দাখিল

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের আর মাত্র ২৮ দিন বাকি। এরই মধ্যে সোমবার (২৩ মে) শেষ হয়েছে মনোয়নয়নপত্র জমাদান পর্ব।

 

এদিন বিকেল ৪টা পর্যন্ত মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৬৬টি মনোনয়নপত্র সংগ্রহের বিপরীতে ৩৮৭টি জমা হয়েছে। এরমধ্যে মেয়র পদে ১১ জনের সবাই মনোনয়নপত্র দাখিল করেছেন।

আর সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে ৯৪ জন কাউন্সিলর পদের জন্য মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন ৮৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ২৮৭ জন।

সিসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার সৈয়দ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রিটার্নিং অফিসার ও ওয়ার্ড ভিত্তিক সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নি অফিসারদের কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এনই্উ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।