ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিক নির্বাচন: ভোটে লড়বেন স্বামী-স্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মে ২৪, ২০২৩
সিসিক নির্বাচন: ভোটে লড়বেন স্বামী-স্ত্রী কুটু ও তার স্ত্রী কনা

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে মনোনয়ন দাখিল। বাছাই পর্ব বৃহস্পতিবার (২৫ মে)।

এরপরই ২ জুন হবে প্রতীক বরাদ্দ।

ভোটে প্রার্থী হতে মনোনয়ন দাখিল করেছেন ১১ মেয়র প্রার্থীসহ ৩৮৭ জন। এরমধ্যে মেয়র ও সংরক্ষিত পদে কাউন্সিলর প্রার্থী হয়েছেন স্বামী-স্ত্রী।

তারা হলেন, সিলেট নগরের টিলাগড়ের বাসিন্দা ৯০ দশকের সাবেক ছাত্রলীগ নেতা ও সিলেট সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল হানিফ কুটু। তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছেন মেয়র পদে। আর তার স্ত্রী বর্তমান কাউন্সিলর (সংরক্ষিত-৭) নাজনীন আক্তার কণা আবারও একই পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) তারা দু’জনেই রিটানিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ১১ জন। এরমধ্যে দলীয় প্রতীকের প্রাথী ৪ জন এবং স্বতন্ত্র ৭ প্রার্থীর একজন হচ্ছেন আব্দুল হানিফ কুটু।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ২৩ মে (মঙ্গলবার) মনোনয়ন জমাদানের শেষদিন পর্যন্ত ৩৮৭টি মনোনয়নপত্র জমা পড়ে। এরমধ্যে মেয়র পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আর সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে ৮৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ