ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিসিসি নির্বাচন: অধিক ঝুঁকিপূর্ণ ১১৫ কেন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
বিসিসি নির্বাচন: অধিক ঝুঁকিপূর্ণ ১১৫ কেন্দ্র

বরিশাল: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছেন বরিশাল সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। আর এ লক্ষ্য নিয়েই নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

এদিকে দিন যতই ঘনিয়ে আসছে ততোই ভোটগ্রহণের আনুষঙ্গিক কার্যক্রম গুছিয়ে নিচ্ছে প্রশাসনসহ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা দপ্তরগুলো।

এরই মধ্যে ভোটকেন্দ্র ও কক্ষের সংখ্যা চূড়ান্ত করেছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এবারের সিটি নির্বাচনে পারিপার্শ্বিক দিক বিবেচনা করে ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়তন ও ভোটারদের সংখ্যার ওপর ভিত্তি করে ওয়ার্ড প্রতি তিন থেকে ছয়টি ভোটকেন্দ্র থাকবে। আর মোট কেন্দ্র মিলিয়ে ভোটকক্ষ থাকবে ৮৯৪টি।

তবে বরিশাল সিটি নির্বাচনে অস্থায়ী কোনো কেন্দ্র থাকছে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মিডিয়া সমন্বয়ক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তবে প্রয়োজনে ভোটকক্ষ বাড়ানোর কথাও জানান তিনি।

পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া না হলেও সংশ্লিষ্টরা বলছেন, ১২ জুন সিটি করপোরেশনে সংঘাতমুক্ত নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে না পারলেও বরিশাল সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান

জানান, ‘সাধারণ কেন্দ্রগুলোর থেকে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ) কেন্দ্রগুলোতে।

সামনে নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে সভা রয়েছে জানিয়ে তিনি বলেন, সকল কেন্দ্রেই জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত থাকবেন। আর সভায় নেওয়া সিদ্ধান্ত মোতাবেক জানানো হবে, কোন ধরনের ভোটকেন্দ্রে ঠিক কতজন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। ’

ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় অধিক গুরুত্বারোপ করার কথা জানিয়ে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭, মে ২৫, ২০২৩

 এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।