ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশাল সিটি নির্বাচন

যে পরিস্থিতি হোক নির্বাচন থেকে সরব না: রুপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ৩১, ২০২৩
যে পরিস্থিতি হোক নির্বাচন থেকে সরব না: রুপন

বরিশাল: টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন বলেছেন, সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, প্রশাসন থেকে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ নেই, কোনো রক্তচক্ষুকে আমি ভয় করি না। যে পরিস্থিতি হোক আমি নির্বাচন থেকে সরে যাব না।


বুধবার (৩১ মে) সকালে বরিশাল নগরের পোর্ট রোডের আশপাশের এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন বরিশাল সিটির সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে রুপন।

তিনি বলেন, তিন ভাগের এক ভাগ সময় পার হয়েছে, আর মাত্র ১০ দিন আছে। এখনই যেভাবে জোয়ার উঠেছে, তাতে আমি আশাবাদী। বরিশালের মানুষ মুখে মুখে বলছে, ‘ধানের শীষে ভোট দিয়েছেন যারা, ঘড়ি মার্কায় ভোট দেবেন তারা’।

রুপন আরও বলেন, আমি আশাবাদী সরকার বরিশালের মানুষের প্রতি যে বিরূপ আচরণ করেছে, তার প্রতিফলন হিসেবে মানুষ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।