ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ ভোট পর্যবেক্ষণে থাকছেন ৩৫ পর্যবেক্ষক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ ভোট পর্যবেক্ষণে থাকছেন ৩৫   পর্যবেক্ষক

ঢাকা: আসন্ন ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে ৩৫ জন পর্যবেক্ষক ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।



তিনি বলেন, দুটি উপ-নির্বাচনে চারটি সংস্থা থেকে মোট ৩৫ জনকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

ঢাকা-১৭ আসনে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও যুব উন্নয়ন সংস্থার ৭ জন করে মোট ২১ জন পর্যবেক্ষক হিসেবে ভোটের মাঠে থাকবেন।

এছাড়া চট্টগ্রাম-১০ আসনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও বিবি আছিয়া ফাউন্ডেশনের ৭ জন করে মোট ১৪ জন পর্যবেক্ষক থাকবেন ভোটের মাঠে। এজন্য তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে বলা হয়েছে।

পর্যবেক্ষকরা ৫ জনের বেশি একত্রে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না। এজন্য তাদের নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা গাড়ির স্টিকার সরবরাহ করা হবে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা স্টিকারযুক্ত গাড়িতে অনুমোদিত পর্যবেক্ষক ছাড়া অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না।
 
আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে এবং ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।