ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দেবিদ্বার পৌরসভার প্রথম মেয়র হলেন নৌকার প্রার্থী শামীম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
দেবিদ্বার পৌরসভার প্রথম মেয়র হলেন নৌকার প্রার্থী শামীম 

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে প্রথম মেয়র হলেন নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম শামীম।  

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর রাতে গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

শামীম পেয়েছেন ১২ হাজার ১৪৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মো. আবুল কাশেম নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ৭৭১ ভোট।  

২০০২ সালে দেবিদ্বার পৌরসভা গঠিত হলেও সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে মামলা থাকায় এতোদিন ভোট হয়নি। মামলা নিষ্পত্তি হওয়ায় দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হলো দেবিদ্বার পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে লড়াই করেন আটজন। সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন ১৮ জন।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।