ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভান্ডারিয়া পৌরসভা ও কাউখালীতে ইউপিতে আ.লীগ, নেছারাবাদে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
ভান্ডারিয়া পৌরসভা ও কাউখালীতে ইউপিতে আ.লীগ, নেছারাবাদে স্বতন্ত্র প্রার্থীর জয়

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা ও কাউখালী এবং নেছারাবাদে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমাবার (১৭ জুলাই)।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে জানানো হয় ফলাফল।

 

এতে ভান্ডারিয়া পৌরসভা ও কাউখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এবং নেছারাবাদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর বিজয় হয়েছে।  

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার  ভান্ডারিয়া পৌরসভায়  আওয়ামী লীগের নৌকা প্রতীকের  প্রার্থী ফাইজুর রশিদ খসরু নয় হাজার ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেপি মনোনীত প্রার্থী মো. মহিবুল হোসেন মাহিম বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৭১ ভোট।  
 
জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান, ভান্ডারিয়া পৌরসভায় ২২ হাজার ৪১৫ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৪২০ জন ভোটার ভোট দেন। এর মধ্যে ৬৫টি ভোট বাতিল হয়।
  
জানা গেছে, ২০১৫ সালের ২০ অক্টোবর ভান্ডারিয়াকে পৌরসভা ঘোষণা করা হয়। এরপর দীর্ঘদিন প্রশাসক দিয়ে এর কার্যক্রম পরিচালনা করা হয়। এবারই প্রথম নির্বাচন হলো।  

জেলার কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার জানান, উপজেলার  শিয়ালকাঠী ইউনিয়নে নৌকা প্রতীকের গাজী ছিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সেখানে সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  

নেছারাবাদ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার গুয়ারেখা ইউনিয়নের  চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান গাজী তিন হাজার ৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের ফারজানা ইসলাম পেয়েছেন তিন হাজার ১৯০ ভোট।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।