ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

হিরো আলমকে মারধর: ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
হিরো আলমকে মারধর: ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে এ নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ জুলাই) টেলিফোনে সোমবারের (১৭ জুলাই) ঘটনার ব্যাপারে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকে নির্দেশনা দেন সিইসি। এ তথ্য নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি জানান, ১৭ জুলাই অনুষ্ঠিত জাতীয় সংসদের ঢাকা- ১৭ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার শেষের দিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন আলমকে মারধরের ঘটনায় সরেজমিনে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা প্রদান করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

বিষয়টি নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, হিরো আলমকে বনানীর বিদ্যা নিকতেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মারধরের পরপরই বিষয়টি জানতে পারেন সিইসি। এরপর তিনি ডিএমপি কমিশনারকে ফোন দিয়ে ব্যবস্থা নিতে বলেন।

এদিকে বিষয়টি নিয়ে ভোটের দিন কোনো কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে। বরং ঘটনাটি ঘটার কিছুক্ষণ পরেই এমনকি ভোটগ্রহণ শেষ হওয়া ১০মিনিট আগেই নির্বাচন ভবন ত্যাগ করেন সিইসি। অনেকটা গণমাধ্যমকে পাশ কাটানোর জন্যই এভাবে নিজ কার্যালয় থেকে বেরিয়ে যান তিনি। পরবর্তীতে ভোট নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশন মো. আলমগীর। তিনি বলেন, নির্বাচনে কোনো অশান্তি হয়নি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।