ঢাকা: নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, যদি কেউ ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে বসে থাকব। বিচলিত নই।
নির্বাচন ভবনের নিজ দপ্তরে মঙ্গলবার (২৫ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়া গণঅধিকার পরিষদসসহ অন্য দলগুলো নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে, এ প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, তারা কী করবে? আমাদের ঘেরাও করলে ঘেরাও হয়ে বসে থাকব। কোনো বিচলিত না। সারা দেশেই তো রাজনৈতিক কার্যক্রম চলছে। স্বাভাবিক কার্যক্রম চলছে, হয়তো সাধারণ মানুষের কষ্ট হবে। চলাচলের সমস্যা হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ক্ষোভ থাকতেই পারে। এরপর বলা যাবে। তার ঘেরাও করার অধিকার আছে। করুক। যদি কেউ ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে থাকব, অসুবিধা নাই।
নিবন্ধনের বিষয়ে আনিছুর রহমান আরও বলেন, নতুন দল নিবন্ধনের ক্ষেত্রে আমরা ২৬ তারিখ পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে তাদের আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পরে আমরা এটা নিয়ে বসব।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
ইইউডি/এমজেএফ