ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নারায়ণগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
নারায়ণগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থীসহ মোট ৭ প্রার্থী।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার

তিনি জানান, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল বিএনপির আবু হানিফ হৃদয়, নারায়ণগঞ্জ-৩ আসনে তরিকত ফেডারেশনের মফিজুর রহমান মানিক, জাকের পার্টির জামিল, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জাকের পার্টির মুরাদ হোসেন মনোনয়ন জমা দিয়েছেন। তবে নারায়ণগঞ্জ-৫ আসনে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।