ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

মুন্সিগঞ্জ: জামিনদার হিসেবে ঋণ খেলাপি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে এমপি পদে বিকল্প ধারার মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সেই সঙ্গে বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবিরসহ আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র।

 

রোববার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন মাহীর মনোনয়নপত্র বাতিল করেন।  

জামিনদার হিসেবে ঋণ খেলাপি হওয়ায় এদিন সকালে মনোনয়নপত্র যাছাই বাছাই পর্বে  বর্তমান এমপি মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

আর গোলাম সারোয়ার কবিরের মনোনয়নপত্র বাতিল হয় স্বাক্ষর জালিয়াতি অভিযোগে।  

এছাড়া বিএনএমের মো. ফরিদ হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রার্থীদের। আসনটিতে আওয়ামী লীগের প্রার্থীরসহ বৈধ হয়েছে আট প্রার্থীর মনোনয়নপত্র। আসনটি থেকে বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।  


রোববার জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে যাচাই বাছাইয়ে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।